আইনজীবীর সহকারীকে হত্যা: তিন দিনেও অধরা আসামি

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় আইনজীবীর সহকারী সিদ্দিকুর রহমান খলিফাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার তিন দিন পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন করেছে জেলা জজ কোর্টের আইনজীবী ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে আদালতের সামনে জেলা আইনজীবী সহকারী সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সহকারী সমিতি মো. ইউনুস হাওলাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র পাইকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, শুসেন কুমার হালদার, মানস কুমার বৈরাগিসহ আরো অনেকে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সহকর্মী সিদ্দিকুর রহমান খলিফা হত্যাকাণ্ডের চার দিন পার গয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন।

উল্লেখ্য, গত সোমবার সকাল আটটার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের মৃত কাসেম আলী খলিফার ছেলে ও জেলা জজ কোর্টে কর্মরত আইনজীবীর সহকারী সিদ্দিকুর রহমান খলিফাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনো আসামি গ্রেপ্তার হয়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)