করোনা ভাইরাস

কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজারে সকল প্রকার জনসমাগম ও পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক মো. কামাল হোসেন গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সমুদ্রে সৈকতে পর্যটক ও স্থানীয়দের যেতে নিরুৎসাহিত করছি আমরা।

অপরদিকে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয় বলে নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।  

অপরদিকে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, কক্সবাজার জেলায় কোথাও এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তবে তিনজন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে ইতোমধ্যে কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্টহাউসে সভা-সমাবেশ, যেসব প্রোগ্রামে জনসমাগম হয় এ ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৈকতসহ বিভিন্ন পাবলিক প্লেসে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল