৩০ হাজার মাস্ক ও ১৫ হাজার হেডকভার দিল ভারত

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ভারতের সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেডকভার দিয়েছে ভারত।  

ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এই সহায়তা হস্তান্তর করেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ বুধবার ‌এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯-এর বিস্তার রোধের করার জন্য একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে ১৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য সার্ক নেতৃবৃন্দ একটি ভিডিও সম্মেলন করেন। এরই অংশ হিসেবে বাংলাদেশকে ওই সহায়তা দেওয়া হয়েছে। এসব সামগ্রী কোভিড-১৯–এর বিস্তার মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুসারে প্রাথমিকভাবে ভারতের এক কোটি মার্কিন ডলার সহায়তা নিয়ে কোভিড-১৯ জরুরি তহবিল গঠিত হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারসহ সার্কের বিভিন্ন দেশ কোভিড-১৯ জরুরি তহবিলে অবদান রেখেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল