১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মাদারীপুরে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালি গ্রামে অগ্নিকাণ্ডে দুই কৃষকের বসত ঘরসহ ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে দুই পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করছে।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বৈদতিক শর্ট সার্কিট থেকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালি গ্রামের আনোয়ার ফকির ও কালু ফকিরের বসত ঘরসহ ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বসত ঘর ছাড়াও দুটি গরু ও বিভিন্ন ধরেন রবিশস্য পুড়ে যায়। এতে কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

স্থানীয়রা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে গেলেও ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ আনোয়ার ফকির কান্না জড়িক কন্ঠে বলেন, আমাদের যা কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে বসবাস ছাড়া উপায় নেই। দুইটা গরু ছিল তাও পুুড়ে গেছে।  

এ ব্যপারে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন, ঘটনা শুনেছি। প্রশাসন থেকে সহযোগিতার চেষ্টা করব।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল