সরকারকে সর্বদলীয় কমিটি গঠনের আহ্বান ডা. জাফরুল্লাহর

জাতির দুর্যোগ মুহূর্তে আমরা কেউ আলাদা না। তাই সবাইকে নিয়ে সরকারকে একটি সর্বদলীয় কমিটি করার আহ্বান জানাই। দেশের এই সংকটকালীন মুহূর্তে আমরা কেউ আলাদা নই। আমরা সবাই এক। তাই সরকারের উচিত সবাইকে নিয়ে একটি সর্বদলীয় কমিটি করা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দুস্থ পরিবারের জন্য মাসিক খাদ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, চীন থেকে ৫ এপ্রিল কিট আসবে। এই কিট আনতে সরকারের ফরেন মিনিস্টার ও আমাদের চায়নার অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান যথেষ্ট সহায়তা করেছেন। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এই কিটের নমুনা আগামী ১০ তারিখের মধ্যে সরকারের কাছে তৈরি করে হস্তান্তর করা হবে।  

প্রথম পর্যায়ে এপ্রিল মাসের মধ্যেই গণস্বাস্থ্য কেন্দ্র এক লাখ করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কিট উৎপাদন করবে বলেও তিনি জানান।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল