গণপরিবহন বন্ধ ১১ এপ্রিল পর্যন্ত

৪ এপ্রিল গণপরিবহন চালু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তা হচ্ছে না। গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে করেছে সরকার।

তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

শনিবার (৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, পণ্যবাহী যানবাহনে কোনো ধরনের যাত্রী পরিবহন করা যাবে না।

এর আগে, করোনা ভাইরাসের বিস্তাররোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)