সৌদিতে ৪ বাংলাদেশির মৃত্যু, দুজন করোনায়

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন- মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মাদবপুর গ্রামের আজিজুল হকের ছেলে মান্নান মিয়া এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মো. মানিক।  

মান্নান জেদ্দা এবং মানিক মক্কায় মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।

এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সাতজন।

এদিকে মক্কায় লক্ষীপুরের মো. ইউসুফ এবং রিয়াদে ভোলার মোহাম্মদ হোসেন নামে দুই বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছেন মৃতের স্বজনরা। তবে তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

প্রাণঘাতী এই করোনা ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ২ হাজার ৪০২জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৩৪ জনের। সৌদি স্বাস্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে ৪৭শতাংশ সৌদি নাগরিক এবং ৫৩শতাংশ বিদেশি নাগরিক রয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)