করোনার: ভারতে শিগগিরই শেষ হচ্ছে না লকডাউন

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ভারতে লকডাউন চলছে। এই লকডাউন ১৪ এপ্রিলে শেষ করা সম্ভব হবে না। এটা বাড়ানো হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার এ কথা জানিয়েছেন।  

সব দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে মোদি এ কথা জানান। তিনি ভিডিও কনফারেন্সে এসব কথা বলেছেন।

নরেন্দ্র মোদি জানান, তিনি অবশ্যই মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরামর্শ করবেন। তবে সম্ভবত লকডাউন এত তাড়াতাড়ি শেষ হতে পারে বলে মনে হয় না। তিনি বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের এর পরে জীবন আর আগের মতো হবে না।  

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ব্যাপকভাবে আচরণমূলক, সামাজিক ও ব্যক্তিগত পরিবর্তন সাধন করতে হবে।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করতেই মোদি এই বৈঠক ডাকেন বলে জানা গেছে।

সূত্র : এনডিটিভি

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল