একজন মানুষকে এইভাবে শেষ করার অধিকার প্রশাসনের নেই

১২ বছর লেখালেখি, ফোন অনুরোধ করে হাসপাতালটি চালু করতে পারিনি। নাঙ্গলকোট গোহারুয়া হাসপাতালে ডাক্তার, নার্স কেউ নেই। পরিত্যক্ত ভবন কোন সুযোগ, সুবিধা নেই। খাবার দেওয়ার কেউ নেই।

সেই হাসপাতালে পাঠানো হলো করোনা রোগী।   

এখন বলেন, এই রোগীর চিকিৎসা কে করবে? লক্ষ্মীপুর থেকে রোগী পালিয়ে আসে নাঙ্গলকোট। চিকিৎসার ব্যবস্থা না করে পরিত্যক্ত হাসপাতালে পাঠানো হলো।

কোথায় মানবিকতা? অবিলম্বে ব্যবস্থা নিন। একজন মানুষকে এইভাবে শেষ করার অধিকার প্রশাসনের নেই। এই রোগীকে ঢাকা বা কুমিল্লা পাঠান।

লেখক: সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।