ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছে সিরিয়া। আজ (সোমবার) ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলতার সাথে ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার দিন শুরুর প্রথম দিকেই ইসরাইল এই আগ্রাসন চালায়। ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সানার রিপোর্ট অনুযায়ী, লেবাননের আকাশসীমা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইল।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইল কয়েকশ বার সিরিয়ার ওপর হামলা চালিয়েছে। এর বেশিরভাগ হামলা সিরিয়ার সরকারি সেনা এবং তাদের মিত্রদের লক্ষ্য করে হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)