ওসির করোনা শনাক্ত, থানা লকডাউন

রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদের করোনা পজিটিভ হওয়ায় কোতয়ালী থানা লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে রংপুরের সিভিল সার্জেন ডা. হিরম্ব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ওসির নমুনা সংগ্রহ করার পর রোববার পরীক্ষার প্রতিবেদনে নমুনায় করোনা পজিটিভ বলে প্রতিবেদন আসায় এ পদক্ষেপ নিয়েছে জেলা সিভিল সার্জন।

এদিকে থানা লকডাউন ঘোষণার পর ওই ভবন থেকে সকল পুলিশ সদস্যদের সরিয়ে এনে থানায় প্রবেশ পথের পার্শ্বে অবস্থিত ভিকটিম সার্পোট সেন্টারে কার্যক্রম চালাতে বলেছে সিভিল সার্জন।

ইতোমধ্যে বেলা ১১ টা থেকে সেখানে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ৬ পুলিশ কর্মকর্তাকে কোয়ারাইনটাইনে পাঠানো হয়েছে।

অন্যদিকে ওসি করোনা আক্রান্ত হওয়ায় পর থানায় কর্মরত সকল এসআই, এএসআই ও পুলিশ কনস্টেবলদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে ১০ এএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)