ব্রিটেনে ২৪ ঘন্টায় ৫৩৯ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ৫৬১৪

ব্রিটেনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আবারও কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ৫২৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বুধবার ছিল ৬৪৯ জন। মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ৬১৫জন। আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ফরেন সেক্রেটারী ডমেনিক রাব।  

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৬১৪ জন। গতকাল বুধবার জানানো হয়েছিল ৬১১১ জন। মঙ্গলবার জানানো হয়েছিল ৪৪০৬ জন, সোমবার ছিল ৩৯৮৫। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ হাজার জন।  

বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৮৩ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫৯, ওয়েলসে ১৮ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৪ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ৪৬৪ জন। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।

নিউজ টোয়েন্টিফোর/কামরুল