ঈদুল ফিতর উপলক্ষে ইরানের ৩৭২১ বন্দীকে ক্ষমা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন হাজার ৭২১ জন বন্দীকে ক্ষমা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

আজ (শনিবার) এসব বন্দীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি। এর আগে ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ইবরাহিম রায়িসি বন্দিদের একটি তালিকা পাঠান।

ইরানের স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত তিন হাজার ৭২১ জন বন্দী এই ক্ষমার আওতায় এসেছেন। এর ফলে এদের অনেকের শাস্তি কমে গেছেন। আবার কেউ কেউ শাস্তি থেকে পুরোপুরি মুক্তি পেয়েছেন।

প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ক্ষমা পাওয়ার যোগ্য বন্দীদের তালিকা গ্রহণ করেন এবং বিচার বিভাগের প্রধানের সুপারিশ অনুযায়ী তাদেরকে ক্ষমা করেন। গত বছর ৬৯১ জন বন্দীকে ক্ষমা করেছিলেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)