৩১ মে থেকে চলবে বাস-ট্রেন

৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলার ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এবার ওইদিন থেকেই সীমিত আকারে ট্রেনও চলবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা।

তিনি বলেন, এক্ষেত্রে রেলের সব প্রস্তুতি আছে।

বুধবার (২৭ মে) রাতে রেলপথ সচিব এসব কথা বলেন।

তিনি জানান, প্রথমে কোন কোন রুটে কয়টা ট্রেন চলবে, এসব ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে। একইসঙ্গে কীভাবে টিকিট বিক্রি হবে, কবে থেকে টিকিট পাওয়া যাবে সে বিষয়গুলোও ঠিক করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)