জনশক্তি রপ্তানিতে অনিয়ম, সংসদ পাপুল কুয়েতে আটক

কুয়েতে জনশক্তি রপ্তানিতে অনিয়ম এবং হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল আটক হয়েছেন।

গতকাল শনিবার রাতে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তাকে আটক করে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেছেন, ‘গ্রেপ্তার নয়, এমপি পাপুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে কুয়েতের গোয়েন্দা পুলিশ। এখানে তার কিছু সম্পত্তি আছে সেগুলোর ব্যাপারে কথা বলবে। এ ছাড়া কিছু তথ্যের ব্যাপারে কথা বলবে। ’

‘তাকে গ্রেপ্তার করা হয়নি। এটা বলা যাবে না। আজকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হতে পারে’, যোগ করেন এস এম আবুল কালাম।

প্রসঙ্গত, কাজী শহীদ ইসলাম পাপুল লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)