‘কর্মীদের চাঙ্গা করতে অপ্রাসঙ্গিক কথা বলছে বিএনপি’

আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আইনানুযায়ী যাদের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা থাকবে তারাই নির্বাচনে অংশ গ্রহণ করবে। বেগম খালেদা জিয়া অযোগ্য হলে তাকে বাদ দিয়েই নির্বাচন হবে।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য বিএনপি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে বেড়াচ্ছে জানিয়ে হানিফ বলেন, বেগম খালেদা জিয়া ইতোমধ্যে এতিমের টাকা আত্মসাতের মামলায় দণ্ডিত হয়েছেন। দণ্ডপ্রাপ্ত একজন আসামির আইনানুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। বিএনপি বির্পযয়ের মুখে সান্ত্বনা খুঁজে পাওয়ার জন্য এবং কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে বেড়াচ্ছে।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।