‘‌আমি ভগবানকে ঘৃণা করি’

শ্রীদেবীকে মেরে ফেলার জন্য আমি ভগবানকে ঘৃণা করি। এভাবে চলে যাওয়ার জন্য আমি শ্রীদেবীকে ঘৃণা করি। তিনিও শেষপর্যন্ত একজন সাধারণ মানুষ মাত্র, আমাকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি তাঁকে ঘৃণা করি।

শ্রীদেবীর মৃত্যুতে শোকবিহ্বল হয়ে এভাবেই ব্যক্ত করলেন বলিউডের প্রখ্যাত পরিচালক রাম গোপাল ভার্মা।  

তিনি লিখছেন, মনে হচ্ছে এখনও বিছানায় শুয়ে কোনও দুঃস্বপ্ন দেখছি। কিছুতেই বিশ্বাস হচ্ছে না শ্রীদেবী আর নেই।

বলিউডের প্রখ্যাত পরিচালক লিখেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখা তাঁর অভ্যাস। মাঝে মাঝেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলেই মোবাইলে মেসেজ চেক করাটা তাঁর (ভার্মার) অভ্যাস। শনিবার রাতেও একইরকমভাবে রাতে ঘুম ভাঙার পর ফোন হাতে নিয়ে চেক করতে গিয়েই চমকে ওঠেন তিনি। হঠাৎ একটা মেসেজে শ্রীদেবীর মৃত্যু সংবাদ পান। ঘুমের ঘোরে প্রথমে ভেবেছিলেন এটা হয়তো কোনো দুঃস্বপ্ন বা গুজব। তারপর আবার ঘুমিয়েও পড়েন তিনি। প্রায় একঘণ্টা পর ঘুম থেকে উঠে তিনি দেখেন, গুজব নয়, সত্যিই নেই বলিউডের 'দেবী' শ্রীদেবী।