নোয়াখালীতে গরুর হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, বিক্রিও কম

নোয়াখালীতে কোরবানির পশুরহাটগুলোতে ব্যাপক লোক সমাগম হলেও বেচাকেনা জমে ওঠেনি। জেলার বিভিন্ন বাজারে চাহিদা মতো গরু উঠায় এবং গত বারের তুলনায় দাম কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও বিক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

বিক্রেতারা জানান, করোনা পরিস্থিতিতে এবার অনেকে কোরবার দিতে পারবেন না। বিধায় গরুর দাম উঠছে না বলে।

এদিকে কোরবানির পশুরহাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানার প্রবণতার কারণে জেলায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

জেলা প্রশাসক খোরশেদ আলম খাঁন জানান, এবার নোয়াখালীতে ২৬৫টি স্থায়ী এবং ১২১টি অস্থায়ী গরু বাজারের অনুমোতি দেওয়া হয়েছে। এসব গরু বাজারে স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মেনে চলার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা করা হয়েছে।  

এসব নির্দেশনা মেনে চলার বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)