মধুপুরে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের মধুপুরে সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাজেদুল ইসলাম (২৬) নামের এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার চাড়ালজানী বন গবেষণা কেন্দ্রের অদূরে আশ্রয়ণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুল ওষুধ কোম্পানি এসকেএফ’র মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ।  

সাজেদুলের সহকর্মী শহীদুল ইসলাম জানান, নিহত সাজেদুল রাজশাহীর বাঘমারা উপজেলার রমজানপাড়া গ্রামের জনৈক গুলবাহার আলীর ছেলে।

তিনি আরও জানান, কোম্পানির কাজে সাজেদুল মোটরসাইকেলে জলছত্র যাচ্ছিলেন পথিমধ্যে চাড়ালজানী বন গবেষণা কেন্দ্রের অদূরে আশ্রয়ণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।   

এতে মারাত্মক আহত হন তিনি। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক  টাঙ্গাইল  শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।   রাস্তায় তার মৃত্যু হয়।   

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম