‘২০০৮র’ মতো অর্থনৈতিক মন্দা আসছে’

বিশ্বে অর্থনৈতিক মন্দা আসছে বলে আভাস দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

তিনি বলেন, ১০ বছর আগে যুক্তরাষ্ট্রে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। পরিণত হয়েছিল বৈশ্বিক মন্দায়। ওই রকম আরেকটি মন্দা আসছে। তবে কখন মন্দাটি আসবে তা নিশ্চিত করে জানাননি তিনি।

মঙ্গলবার রেডিট ওয়েবসাইটের 'আস্ক মি এনিথিং' সেশনে বিল গেটস একথা বলেন।

তাকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় নিকট ভবিষ্যতে ২০০৮র’ মতো আরেকটি অর্থনৈতিক মন্দা দেখা দেবে? তিনি বলেন, হ্যাঁ, নিশ্চিতভাবেই তার আশঙ্কা আছে। তবে এটা ঠিক কখন ঘটবে তা বলা মুশকিল। সৌভাগ্যক্রমে আমরা আগেরটা মোটামুটি ভালোভাবেই পার হতে পেরেছি। ওয়ারেন বাফেটও এ নিয়ে কথা বলেছে এবং সে আমার চেয়ে এই বিষয়টি আরও অনেক বেশি ভালো বোঝে।

তবে তিনি আশার বাণীও শুনিয়েছেন। রেডিটে বিল গেটস বলেন, সামনে আরেকটি অর্থনৈতিক মন্দাভাবের আশঙ্কা থাকলেও নতুন নতুন উদ্ভাবন ও পুঁজিবাদ ভবিষ্যতে সবখানে মানুষের অবস্থাকে আরও উন্নত করে তুলবে। এ ব্যাপারে আমি আশাবাদী।