সিরিজ বোমা হামলার বিচার শেষের দাবিতে যশোরে আওয়ামী লীগের মানববন্ধন

সারাদেশে সিরিজ বোমা হামলার বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের বিচারের আওতায় আনার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল বেলা ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট সরকারের প্রত্যক্ষ মদদে দেশে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। সরকারের নির্লিপ্ততায় ওই ঘটনার বিচার সম্পন্ন হয়নি। একইসাথে জঙ্গিবাদের পৃষ্টপোষকরা আড়াল করে রাখা হয়। এজন্য ওই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।

নিউজ টোয়েন্টিফোর/সুরুজ আহমেদ