করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে তিন নারীর মৃত্যু

বৃহস্পতিবার সকালে করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী জাহেদা খাতুন (৭০), সাতক্ষীরা সদরের কাটিয়া আমতলার আব্দুর রাজ্জাকের স্ত্রী রিনা খাতুন (৪৭) ও একই উপজেলার বাটকেখালি গ্রামের মোতাহার গাজীর স্ত্রী রিজিয়া খাতুন (৬৫)।

মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ মন্ডল জানান, করোনা উপসর্গ নিয়ে এই ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গে মারা গেল ৭২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৫ জন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ