এ যেন পাখিদের অভয়াশ্রম

পাখিদের অভয়াশ্রম হয়ে উঠেছে পঞ্চগড়ের বোয়ালমারি এলাকার জবেদা অটো রাইস মিল। বিভিন্ন প্রজাতির হাজারো পাখির বসবাস এখানে। যাদের মধ্যে ঘুঘুর সংখ্যাই বেশি। মূলত নিরাপদ আশ্রয় ও খাবারের সন্ধানে এখানে ভীড় জমায় পাখিগুলো। চালকল মালিকও বিরামহীনভাবে পাখিদের খাবার সরবারহ করেন। স্থানীয়দের সঙ্গেও পাখিগুলোর সখ্যতা গড়ে উঠেছে।

দিনভর পাখির কলকাকলি ও ওড়াউড়ি। এ যেন পাখির রাজ্য। সূয্য উঠায় আগেই এখানে ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির হাজারো পাখি এসে জড়ো হয়। দলবেঁধে সকালের খাবার খেয়ে ফিরে যায় আপন ঠিকানায়। এরপর পালাক্রমে চলে এসব পাখির আসা যাওয়া।

তেতুলিয়ার উপজেলার বোয়ালমারি এলাকার জবেদা অটো রাইস মিলে প্রতিদিনই দেখা মেলে এমন নৈসর্গিক দৃশ্যের। মূলত নিরাপদ আশ্রয় ও খাবারের সন্ধানে এখানে ভীড় জমায় পাখিগুলো। তাদের আবদার মেটাতে চাল কল মালিকেরও বিশেষ আয়োজন।

স্থানীয়রাও পাখিদের বিরক্ত করেন না। নেই শিকারীদের উৎপাত। ফলে, গত ৭-৮ বছর ধরেই এই চালকলটি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে।

লোকালয়ে পাখিদের এমন অবাধ বিচরণের খবরে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভীড় জমান দর্শনার্থীরা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ