চাকরী হারাচ্ছে ব্রিটিশ ভ্রমণ শিল্পের ৩৯ হাজার কর্মী

করোনা মহামারীর ফলে ব্রিটিশ ভ্রমণ শিল্পের ৩৯ হাজার কর্মী চাকরি হারাচ্ছে বা হারানোর ঝুঁকিতে রয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। তাদের মতে এমন পরিস্থিতি এড়াতে সরকারের অধিক সহায়তা দরকার বলে তথ্য দিয়েছে গার্ডিয়ান।

দি অ্যাসোসিয়েশন অব ব্রিটিশ ট্রাভেল এজেন্টস এর মতে, এখন পর্যন্ত ব্রিটেনের ভ্রমণ খাতে যে-সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে, তা মোট কর্মী বাহিনীর ১৮ শতাংশ। এছাড়া আরো অনেক ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট ও এয়ারলাইন খাতের অনেকের চাকরি যেতে পারে বলেও মন্তব্য করেছে এবিটিএ। জানায়, করোনা মহামারীতে এ সংশ্লিষ্ট খাতের ৯০ হাজারেরও বেশি কর্মরত মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়তি সরকারি সহায়তা দিলে ২০২২ সালের মধ্যে এ খাত ২০১৯ সালের অবস্থানে ফিরতে পারে বলে জানিয়েছে মনে করছে ব্রিটিশ ভ্রমণ প্রতিষ্ঠানগুলো।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ