প্রণব মুখার্জির কিডনির অবস্থার অবনতি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কিডনির অবস্থার অবনতি হয়েছে। তিনি এখনো গভীর কোমায় আছেন।  

বুধবার (২৬ আগস্ট) দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  

হাসপাতালের স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, ফুসফুসে সংক্রমণের চিকিত্সা চলছে। মঙ্গলবারের চেয়ে তার কিডনির অবস্থার (রেনাল প্যারামিটার্স) সামান্য অবনতি হয়েছে। এখনো গভীর কোমায় রয়েছেন উনি।

দুইসপ্তাহের বেশি সময় ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের প্রাক্তন এই রাষ্ট্রপতি।  

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গেল ৯ আগস্ট বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। ওইদিন রাতে অস্ত্রোপচার হয় প্রণব মুখার্জির। তার পর থেকে তাঁকে রাখা হয় ভেন্টিলেটরে।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম