বেলারুশের বিক্ষোভের মাধ্যমে বিদেশি শক্তি সুবিধা নিতে চায়: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বেলারুশের বিক্ষোভের মাধ্যমে বিদেশি শক্তি সুবিধা নিতে চায়। প্রয়োজন হলে সেখানে রুশ পুলিশ বাহিনী পাঠানো হবে এবং বিক্ষোভের অবসান ঘটানো হবে বলেও জানান পুতিন।  

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি একথা জানিয়েছেন। পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো একটি রিজার্ভ পুলিশ বাহিনী গড়ে তুলতে বলেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত এই বাহিনীকে কাজে লাগানো হবে না। ৯ আগস্টের বিতর্কিত নির্বাচনে লুকাশেঙ্কোর পুনর্নিবাচিত হওয়ার পর বেলারুশে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। এ বিক্ষোভে পৃথকভাবে বিবিসির এক টিম সদস্যসহ অন্তত ১৩ সাংবাদিককে আটক রাখা হয়েছে। তবে রুশ প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমালোচনা করে পোল্যান্ডের প্রধানন্ত্রী ম্যাটিউসজ মোরাওয়েইকি বলেছেন, পুতিন বেলারুশের নিয়ন্ত্রণ নেওয়ার ধারণা তুলে ধরেছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন আড়াল করতে। অবিলম্বে এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ