সরকার সব খাতেই দুর্নীতির পাহাড় গড়েছে, নিউজ টোয়েন্টিফোরকে মির্জা ফখরুল

দুর্নীতির মধ্য দিয়েই  ক্ষমতায় আসা সরকার সব খাতেই দুর্নীতির পাহাড় গড়েছে । এমন মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

নিউজ টোয়েন্টিফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার দেশ শাসনে সবদিক থেকেই ব্যার্থ। চীন ভারতের সাথে সু-সম্পর্কের কথা বললেও, নতজানু পররাষ্ট্রনীতির কারণে, রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে কিছুই আদায় করতে পারেনি  বলেও মনে করেন তিনি।  

স্বাস্থ্যখাতে দুর্নীতি আর অনিয়ম নিয়েই সরকারের সমালোচনা করলেন, বিএনপি মহাসচিব। তিনি বলেন, রিজেন্ট হাসপাতাল দুর্নীতির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিৎ ছিলো।

রোহিঙ্গা প্রসঙ্গে সরকারের কুটনৈতিক ব্যর্থতার কথাও বলেন তিনি।

দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও বিরোধীদলের নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন মির্জা ফখরুল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা দেশে সম্ভব নয় বলেও জানান বিএনপি মহাসচিব।

শিগগিরই সরকার বিরোধী আন্দোলন নতুন আঙ্গিকে শুরু করার কথাও জানান মির্জা ফখরুল।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম