যশোরে মাটি ছাড়া সবজি চাষে সফলতা

যশোরে মাটি ছাড়াই সবজির চারা উৎপাদন করে সফলতা পেয়েছে ম্যাক্সিম এগ্রো নামের একটি প্রতিষ্ঠান। নেট হাউজের ভিতরে মাটির পরিবর্তে কোকো ডাস্ট ও প্লাস্টিক ট্রেতে বিভিন্ন সবজির চারা লাগানো হচ্ছে। আধুনিক এ পদ্ধতিকে ইতিবাচক হিসাবে দেখছেন এ অঞ্চলের কৃষকরা।

কোকো ডাস্ট ব্যবহার করে কেঁচো সারের সমন্বয়ে মাটি ছাড়াই সবজির চারা উৎপাদন করা হচ্ছে প্লাস্টিক ‘ট্রে’ তে। আধুনিক এ পদ্ধতিতে তৈরি হাউজের চারপাশে নেট দিয়ে ঘিরে রাখা হয়। এ পদ্ধতিতে স্বল্প খরচে চারা উৎপাদন করা যায় বলে জানান ম্যাক্সিম এগ্রোর কো-অডিনেটার আমিরুল ইসলাম খান।

পেঁপে, করলা, চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গাসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হচ্ছে। আর এসব চারা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় সরবরাহ করা হচ্ছে। আধুনিক এ পদ্ধতিতে চারা উৎপাদনকে ইতিবাচক হিসাবে দেখছেন কৃষকরা।

এ প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে সবজি চাষিরা আর্থিকভাবে  লাভবান হবে বলে মনে করেন সংশ্লিস্টরা ।   

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ