নাইজারে ৭১ বেসামরিককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে

বিদ্রোহ দমন অভিযান পরিচালনার সময় নাইজারের সেনাবাহিনী কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ এনেছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন।  

নাইজারের উত্তরপশ্চিমাঞ্চলের জঙ্গি সহিংসতা কবলিত টিলাবেরি এলাকায় ছয়টি গণকবরে ৭০টির বেশি মরদেহ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছে তারা।

কমিশনের তদন্তকারীদের একজন জানান, নিহতদের ধারালো অস্ত্র ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করছেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, সাহেল অঞ্চলে জঙ্গি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের সময় বহু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে নাইজার, মালি ও বুরকিনা ফাসোর সেনাবাহিনী।

 আরও পড়ুন:

মালি অভিযানে গিয়ে ফ্রান্সের আরও দুই সেনা নিহত

চলতি বছরের ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত অস্থিরতা কবলিত ওই অঞ্চল থেকে ১০২ জন বেসামরিক নিখোঁজের অভিযোগ আসার পর থেকেই তদন্ত শুরু করে নাইজারের জাতীয় মানবাধিকার কমিশন। তবে কমিশনের অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি নাইজারের কর্তৃপক্ষ।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ