‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই জাতীয় পার্টির কমিটি গঠন’

সারাদেশে ৭৭টি জেলা ও মহানগর কমিটির মধ্যে ৬৬টি কমিটির মেয়াদ নেই দেশের প্রধান বিরোধী দলের। জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু নিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কমিটি গঠনের কাজ শুরু করবেন।  

দলে এখন কোন কোন্দল বা দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন মহাসচিব জিয়া উদ্দিন আজমেদ বাবলু। বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হচ্ছে।

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাপায় কে হাল ধরবে, তা নিয়ে এরশাদ পরিবারের মধ্যেই শুরু হয় লড়াই। এতে পার্টির শীর্ষ নেতারাও পড়েন দ্বিধা-দ্বন্দ্বে। এরশাদের মৃত্যুর পর অনুষ্ঠিত পার্টির সম্মেলনে ছোট ভাই জিএম কাদের দলের চেয়ারম্যান নির্বাচিত হন। এর কিছুদিন পর দলে জিএম কাদের বিরোধীরা তৎকালীন সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করে পৃথক দলও ঘোষণা করেন। তবে সব সংকট কাটিয়ে দল এখন জিএম কাদেরের নেতৃত্বে চলছে। এদিকে দলের গুরুত্বপূর্ণ পদ মহাসচিব পদেও আনা হয়েছে পরিবর্তন।

আরও পড়ুন:

রোহিঙ্গা গণহত্যার দায় স্বীকার মিয়ানমারের দুই সেনার

দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি  চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। ৭৭টির মধ্যে ৬৬টি জেলা ও মহানগর কমিটির মেয়াদ নেই। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কমিটি গঠন করা হবে বলে জানান, জাপা মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

মহাসচিব জানান, আগামী জাতীয় নির্বাচনের আগে দলকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করা হয়েছে। দলে এখন কোন বিভেদ নেই।

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ছেলে এরিক নিয়ে অবস্থান করছেন প্রেসিডেন্ট পার্কে। বিদিশা সিদ্দিক জাতীয় পার্টিতে আসলে রাজনীতি করার সুযোগ দেয়া হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান মহাসচিব।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ