সব সিটে বসবে সবাই, ট্রেন ফিরল আগের নিয়মে

করোনার কারণে দীর্ঘ ছয় মাস পর স্বাভাবিক অবস্থায় ফিরল ট্রেন। আজ থেকে শতভাগ টিকিট বিক্রি শুরু করেছে রেল বিভাগ। এর মধ্যে ৫০ শতাংশ পাওয়া যাচ্ছে কাউন্টারে আর ৫০ শতাংশ অনলাইনে।

আজ থেকে যাত্রী পরিবহনে উঠে গেছে বিধি-নিষেধ। শতভাগ সিটে যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন। তবে করোনা সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘদিন পর স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। তবে বিশেষজ্ঞদের অনেকেই সচেতন থেকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)