মালয়েশিয়ার প্রবাসীদের হয়রানি বন্ধের আহ্বান বাংলাদেশের হাইকমিশনারের

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কর্মস্থলে যাতায়াতের সময় হয়রানি বা গ্রেফতার না করার জন্য দেশটির পুলিশকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম।   

গত মঙ্গলবার মালয়েশিয়ান পুলিশের ডেপুটি আইজিপি আচ্রিল সানি বিন হাজী আবদুল্লাহ সানির সাথে পুলিশ হেডকোয়ার্টারে সৌজন্য সাক্ষাত করে তিনি এ অনুরোধ জানান। পুলিশ উপপ্রধান এসময় হয়রানি বা গ্রেফতার এড়াতে নিরাপত্তার জন্য আইন অনুযায়ী নিয়মিত চেকের সময় পাসপোর্ট ও প্রাসঙ্গিক ডক্যুমেন্ট সাথে রাখার পরামর্শ দেন।

আরও পড়ুন: সমুদ্র সৈকতে ইতালি আওয়ামী লীগের আনন্দ ভ্রমণ

বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার কমোডর মুশতাক আহমেদ, কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম, কাউন্সেলর মো: হেদায়েতুল ইসলাম মন্ডল এবং মালয়েশিয়ান রাজকীয় পুলিশের ইন্টারনাল সিকিউরিটি ও পাবলিক অর্ডার ডিপার্টমেন্ট এর ডেপুটি ডিরেক্টর আজরি বিন আহমাদ, সি আই ডির ডেপুটি ডিরেক্টর, রয়াল মালয়েশিয়া পুলিশের সেক্রেটারি এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধানও উপস্থিত ছিলেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ