শিক্ষা দিবসে বরিশালে র‌্যালি-আলোচনা সভা

সার্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার শিক্ষাসহ শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবীতে বরিশালে সমাবেশ ও র‌্যালি করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রফ্রন্ট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।  

জেলা ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাস আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি প্রতিভা রায়, মহানগর ছাত্রফ্রন্টের সাংগঠনিক সুজন সিকদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, বিএম কলেজ ছাত্রফ্রন্ট সংগঠক বিজন সিকদার এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রফ্রন্ট সংগঠক মাহমুদুন্নবী বিপুল প্রমুখ।  

আরও পড়ুন: মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, কাজ চলছে দ্রুত গতিতে

সমাবেশ শেষে একই দাবীতে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শিক্ষা দিবস উপলক্ষে সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা দিবসের চেতনায় বাংলাদেশে এখনও শিক্ষার অধিকায় আদায় হয়নি। শিক্ষার অধিকার আদায়ে ছাত্রফ্রন্ট আন্দোলন করে যাচ্ছে। বক্তারা করোনাকালে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ নিশ্চিত করার দাবী জানান।  

নিউজ টোয়েন্টিফোর/নাজিম