বাল্যবিয়ের এক মাস পরেও বরের জেল, বাবার জরিমানা!

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে সংঘটিত হওয়ার একমাস পরও উপজেলা প্রশাসনের হাত থেকে রক্ষা পায়নি বর ও বরের বাবা।

জানা যায়, এক মাস আগে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে  দশম শ্রেণির ছাত্রী মনিরা খাতুনের (১৭) সাথে হামলাইকোল গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইসরাফিল ইসলামের (২১) বাল্যবিয়ে হয়।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে সেই বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় কনের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল।

আরও পড়ুন: বুলগেরিয়ার রেডোব পর্বতের সহস্রাব্দ প্রাচীন নগরীতে

তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় বর ইসরাফিলকে তিন মাসের কারাদণ্ড এবং তার বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্টে গুরুদাসপুর থানা-পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)