বিশ্বে গেল ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৫ হাজার প্রাণহানি

করোনাভাইরাসে গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে আরও ৯ লাখ ৫০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৫ হাজার ৪৩৮ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেলো ৩ কোটি ৩ লাখ ৩৪ হাজার। আর মোট প্রাণহানি ৯ লাখ ৫০ হাজারের বেশি।

সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা অব্যাহত রয়েছে ভারতে। একদিনে ৯৬ হাজার ৭৯৩ জন আক্রান্ত ও ১ হাজার ১৭৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে। যুক্তরাষ্টে ৪৫ হাজার ৮৩৮ ও ব্রাজিলে ৩৫ হাজার ৭৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দুই দেশেই প্রাণ হারিয়েছে ৮ শতাধিক।

আরও পড়ুন: নাট্যদল প্রাচ্যনাটের নতুন নাটক ‘হান্ড্রেড বাই হান্ড্রেড’

সংক্রমণের উর্ধগতির কারণে খুব শিগগিরিই মহামারী মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে কানাডা, এমনই আশংকার কথা জানিয়েছে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা। ইউরোপ মহাদেশে কভিড-19 এ আক্রান্তের সংখ্যা আশংকাজনকভাবে বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ বাড়তে থাকায় ইউরোপের সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার করেছে ফ্রান্স ও জার্মানি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ