দখল দূষণে মরতে বসেছে যশোরের ভৈরব নদী

দখল আর দূষণে অস্থিত্ব হারাতে বসেছে যশোরের ভৈরব নদ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় অবৈধ দখরদাররা এ নদের দুই তীর দখল করে গড়ে তুলেছেন গুদাম কারখানাসহ বহু স্থাপনা।  

আবার কার্গোতে পণ্য ওঠা নামানোর জন্য নদের মধ্যে বালু, ইট ও পাথর ফেলে পাকা ঘাট তৈরি করা হয়েছে। ফলে নদের গতিপথ পরিবর্তন হচ্ছে। তবে নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানালেন নওয়াপাড়া নৌ-বন্দর কর্তৃপক্ষ।

দখল ও দূষণের কবলে এক সময় প্রমত্তা ভৈরব নদ এখন মরা খালে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ নদের দু’তীর দখল করে অবৈধ দখলদাররা গড়ে তুলেছে গুদাম কারখানাসহ বহু স্থাপনা। নদে অবস্থানরত বার্জ ও কার্গোতে পণ্য ওঠানো নামানোর জন্য নদের মধ্যে বালু, ইট ও পাথর ফেলে পাকা ঘাট তৈরি করা হয়েছে। এতে নদের গতিপথও পরিবর্তন হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে ৫৭ হাজার মেট্রিকটন পেঁয়াজ আসছে

এ নদ রক্ষায় অবৈধ দখলদারদের উচ্ছেদ ও খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা ।   

নওয়াপাড়া নৌ-বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, দ্রুত নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।   

ভৈরব নদ অস্তিত্ব রক্ষায় প্রশাসন  দ্রুত কার্যকর  পদক্ষেপ নেবে এমন  প্রত্যাশা  এলাকাবাসীর ।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ