মসজিদে বিস্ফোরণ: বিদ্যুৎ মিস্ত্রি মোবারক রিমান্ডে

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ঘটনায় গ্রেপ্তার বিদ্যুৎ মিস্ত্রি মোবারকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সিআইডি নারায়ণগঞ্জের পরিদর্শক বাবুল হোসেন বলেন, ‘তদন্তে পাওয়া গেছে মসজিদে একটি বৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ ছাড়া, আরেকটি অবৈধ সংযোগ আছে। আর অবৈধ সংযোগটি দিয়েছে বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেন। তিনি বিদ্যুৎ বিভাগের কোনো কর্মচারী না। যার জন্য তাকে মসজিদের বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ’

‘এ অবৈধ সংযোগ না থাকলে বিদ্যুতের স্পার্ক হতো না। এ অবৈধ সংযোগ দেওয়ার পেছনে আর কারা জড়িত আছে, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য মোবারকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় যাদের গাফিলতি ও অবহেলার সম্পৃক্ততা থাকবে, তাদেরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। ’

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক ও শিশু সহ ৩৯ জন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এখন পর্যন্ত বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন চারজন।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)