নারায়ণগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার এলাকায় একটি ট্রেনের ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে প্রবেশের সময় ওই ঘটনা ঘটে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট ও ১ নং রেলগেইটের মাঝামাঝি দিগুবাবুর বাজার ও বোস কেবিনের সামনে এ ঘটনা ঘটে।

এসময় দেখা যায়, ট্রেনের ৩টি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওনা দিয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা যায়।

আরও পড়ুন: বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজও ট্রেন চলছিলো, ২ নং রেলগেইট থেকেই বিকট শব্দ হচ্ছিলো। ধারণ করা হচ্ছে, ২ নং রেলগেইট থেকে লাইনচ্যুত হয় ট্রেনের চাকা। ট্রেনের তিনটি বগির চাকা লাইনচ্যুত হলে, সামান্য কিছু দূর যাওয়ার পরই তা থেমে যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলতে রাজি হননি।

news24bd.tv নাজিম