রাজশাহীতে পাম চাষে সাফল্যের হাতছানি

রাজশাহীতে পরীক্ষামূলক পাম চাষে মিলেছে সাফল্যের হাতছানি। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বাণিজ্যিক পাম চাষ। পতিত ও অনাবাদি জমি পাম চাষের আওতায় আনার সুপারিশ করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষকরা।

গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে রাজশাহীতে বিসিএসআইআর গবেষণা কেন্দ্র পাম চাষ শুরু করে। দেশে পাম গাছের প্রজনন, বৃদ্ধি, উৎপাদন এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতেই এ গবেষণা প্রকল্প।

তিন বছরের মধ্যেই ফল এসেছে ৩ একর জমিতে রোপণ করা পাম গাছে। বিসিএসআইআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মইনুউদ্দিন বলছেন, পুরোদমে উৎপাদনে আসতে আরও বছরদুয়েক সময় লাগবে। তবে এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ।

আরও পড়ুন: এখনো অস্থির চালের বাজার

তিনি আরো জানান, বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু পাম গাছের জন্য উপযোগী। সঠিকভাবে চাষাবাদ, উৎপাদন ও প্রক্রিয়াকরণের মাধ্যমে দেশে ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব।

সম্ভাবনাময় পাম চাষ গবেষণায় সফলতায় আশাবাদী রাজশাহী বিসিএসআইআরের পরিচালক ড. মো. ইব্রাহিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এ চাষ ছড়িয়ে দিতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ তার।

news24bd.tv সুরুজ আহমেদ