নেতৃত্ব সংকটে চট্টগ্রাম বিএনপি

নেতৃত্ব সংকটে চট্টগ্রাম বিএনপির রাজনীতি। বর্তমানে ডা. শাহাদাত, বক্কর, সুফিয়ান ছাড়া মাঠে নেই অধিকাংশ সিনিয়র নেতারা। এদিকে দীর্ঘদিনের পুরনো কমিটি দিয়েই চলছে মহানগর ছাত্রদল। নতুন কমিটি না হওয়ায় হতাশ নেতাকর্মীরা।  

হামলা- মামলার ভয়ে নেতা কর্মীরা দুরে থাকলেও নতুন করে  দল গোছানোর চেষ্টা চলছে বলে জানালেন মহানগর বিএনপির সভাপতি।

এক সময় বিএনপির দুর্গ বলেই পরিচিত ছিল বন্দর নগরী চট্টগ্রাম। বর্তমানে  দলীয় কোন কর্মসূচি না থাকায় মহানগর কার্যালয় অনেকটাই শুনসান নীরব। মাঠের রাজনীতিতে দীর্ঘ দিন ধরে সিনিয়র নেতাদের দেখা না গেলেও সক্রিয় রয়েছেন ডা. শাহাদাত হোসেন, আবুল হাসেম বক্কর ও আবু সুফিয়ানদের মতো মঝারি নেতারা।

তবে হামলা-মামলার ভয়ে নেতাকর্মীরা দুরে থাকলেও নতুন করে দল গুছানোর কাজ চলছে বলে জানালেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

আরও পড়ুন: রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক আসামি ১৪ আসামির ভবিষ্যৎ কি?

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলছেন, দলীয় যে কোন কর্মসূচি সফল করতে রয়েছেন তারা।   

এদিকে দীর্ঘ দিনের পুরনো কমিটি দিয়েই চলছে মহানগর ছাত্রদল। নতুন কমিটি না হওয়ায় হতাশ নেতা কর্মীরা।

শুধু মহানগরই নয়, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যেও রয়েছে নানামুখী বিরোধ।

news24bd.tv সুরুজ আহমেদ