স্রোত শান্ত হলেই পদ্মা সেতুর বাকি স্প্যান বসানো হবে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা হচ্ছে মোস্ট আন প্রেডিকটেবল নদী । এ কারণে মাঝে মাঝে তীব্র স্রোত হয়।  এ কারণে স্প্যান স্থাপনের কাজ একটু বিলম্বিত হলেও অন্যান্য কাজ থেমে নেই। স্রোত একটু শান্ত হলেই বাকি স্প্যান বসানোর কাজ শুরু করব।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসনিা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটির উদ্বোধন করেন।  

তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের ৮৮ দশমিক ৫০ শতাংশ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান স্থাপন শেষ করেছি। বাকি ১০টি ‍জুলাইয়ের মধ্যে টার্গেট ছিল। কিন্তু পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে স্প্যান স্থাপনের কাজ একটু বিলম্বিত হলেও অন্যান্য কাজ থেমে নেই। স্রোত একটু শান্ত হলেই বাকি স্প্যান বসানোর কাজ শুরু করব।

আরও পড়ুন: ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু শেখ হাসিনা, শেখ হাসিনা সরকারের সাহস ও সক্ষমতার প্রতীক। তেমনি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক ইঞ্জিনিয়ারদের সফলতার প্রতীক। হাওড়ের মাঝখানে এ রকম সড়ক নির্মাণ, এটি হাওড়ের বিস্ময় বলে পরিচিত হচ্ছে।

তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গায় ৩৩টি সেতুর নির্মাণ কাজ শেষ করেছি। আপনার (প্রধানমন্ত্রী) সুবিধা মতো সময় পেলে সেগুলো উদ্বোধন করা হবে। আমাদের সবগুলো কাজই দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে।

news24bd.tv নাজিম