বাবা হলেন মিরাজ

পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বাবা হওয়ার খবর নিজেই জানিয়েছে তিনি।  

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার। ’

আরও পড়ুন: পদ্মায় বসছে ৩২তম স্প্যান, বাকি আরও ৯

গত বছরের মার্চে  খুলনার মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিরাজ। স্ত্রীর পাশে থাকতে অনুশীলন থেকে দুই সপ্তাহের ছুটি নিয়েছিলেন তিনি। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলছেন। তিন দলীয় এই টুর্নামেন্টে মিরাজ আছেন মাহমুদউল্লাহ একাদশে।

২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ দলে শুরু মিরাজের। সেই সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় আসেন তিনি। ২২ বছর বয়সী এই তরুণ এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ২২টি টেস্ট, ৪১টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন।   

news24bd.tv নাজিম