যাত্রাবাড়ীর ভোটার না হয়েও আ.লীগ প্রার্থী মনু ভোট দিয়েছেন: সালাহউদ্দিন

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ী এলাকার ভোটার না হয়েও কিভাবে তিনি ভোট দিলেন সেটা আমার বোধগম্য নয়।

সালাহউদ্দিন বলেন, কাজী মনু এখানে ভোট দিয়েছেন, সারা দেশের মানুষকে তিনি একথা বলেছেন, আপনারা কি দেখেছেন তিনি ভোট দিয়েছেন? আওয়ামী লীগের প্রার্থী অসত্য বলেছেন। তিনি গেন্ডারিয়ার ভোটার।  

শনিবার (১৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নির্বাচন পর্যবেক্ষণকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ফলাফল যা হবে মেনে নেবো: আ.লীগ প্রার্থী মনু

এর আগে সকাল ৯টার কিছু পরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।  

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মনু বলেন, আমি এখানকার ভোটার, তাই ভোট দিয়েছি।

এদিকে, ঢাকা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এই আসনের ভোটার নন সালাহউদ্দিন নিজেও। তবে এজন্য নির্বাচন কমিশনকে তিনি দায়ী করেন। তিনি বলেন, আমি এই আসনের ভোটার ছিলাম। ২০১৮ সালের নির্বাচনে আমি ঢাকা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করি। তখন আমার ভোট সেই আসনে নিবন্ধিত করি। তবে এবার এই আসনে আবার পরিবর্তন করে আনতে চাইলেও নির্বাচন কমিশন আমাকে সেই সুযোগ দেয়নি।   

news24bd.tv নাজিম