যশোরে বিশেষ ব্যবস্থায় সবজি চারা উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন

বাণিজ্যিক ভিত্তিতে উন্নত জাতের সবজি চারা উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোরের দুই শতাধিক কৃষক। বিশেষ ব্যবস্থায় সারাবছরই গ্রীষ্মকালীন ও শীতকালীন সবজির চারা উৎপাদন করছেন তারা ।

এ কাজ করে তারা শুধু নিজেরা  স্বাবলম্বী হননি, কর্মসংস্থানও করেছেন অনেকের ।  

সারা বছর জুড়েই যশোর সদর উপজেলার আব্দুলপুর, লেবুতলায় বাণিজ্যিক ভিত্তিতে সবজি চারা উৎপাদন করছেন এখানকার  কৃষকরা। বর্তমানে সবচেয়ে বেশি উৎপাদন করা হচ্ছে উন্নতমানের বাঁধাকপি ও ফুলকপির চারা।

কৃষকরা জানান, সবজি চারা তৈরীর জন্য সাধারণত উঁচু জমি উপযুক্ত হলেও বিশেষ ব্যবস্থায় নিচু জমিতেই বেড তৈরি করে পলিথিনের ছাউনি দিয়ে বীজ বপন করছেন তারা ।

তবে ভালো মানের বীজ সংকটের কথা জানান তারা । তবে  দর ভাল থাকায় আর্থিকভাবে লাভবানও হচ্ছেন কৃষকরা  ।   

এখানকার উৎপাদিত সবজির চারার মান ভালো হওয়ায় ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় ।

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে খুলেছে চট্টগ্রামের সিনেমা হল গুলো

 

সবজি চারা চাষকে লাভজনক করে তুলতে কৃষককে বিভিন্ন পরামর্শসহ কারিগরি সহায়তা দিচ্ছে উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম, কৃষি বিভাগ।

চলতি মৌসুমে যশোরে  বিভিন্ন জাতের সবজি চারা উৎপাদন করা হচ্ছে ১৫ হাজার  হেক্টর জমিতে ।

news24bd.tv তুষার