ঢাবিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল

অনলাইনে নয়, সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ভর্তি পরীক্ষার নম্বর বন্টনেও পরিবর্তন আসছে। চলতি বছরের ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ের পর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আমাদের ডিনস কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা রিটেন পরীক্ষা নেব সিদ্ধান্ত হয়েছে। এ পরীক্ষাটি ১০০ নম্বরের হবে। এসএসসি ও এইচএসসি দুটোতে থাকবে ২০ পার্সেন্ট। ৮০ মধ্যে দিতে হবে ৩০ এমসিকিউ এবং রিটেন ৫০‌। ’

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের সিনেমায় সাংবাদিক চরিত্রে ফেরদৌস

তিনি বলেন, ‘পরীক্ষা আসলে বিভাগে হবে না। বিভাগ ওয়াইজ সেন্ট্রালাইজড করব। কোনো বিভাগে যদি ২০০ বা ১০০ পরীক্ষার্থী থাকে, সেটা নিয়ে আবার আমাদের চিন্তা করতে হবে। শিক্ষার্থীদের ভোগান্তিকে রিডিউস করার জন্য আমাদের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ভর্তিচ্ছুদের পার্টিকুলারলি এমসিকিউ এবং ন্যারেটিভের ওপর গুরুত্ব দেব। ’

news24bd.tv তৌহিদ