ফরিদপুরে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম

ফরিদপুরে লাগামহীনভাবে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম। গেল এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা।

কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ২০০-২৪০টাকা আর পেয়াজ ৮০ টাকা দরে। দফায় দফায় নিত্যপন্যর এমন দর উধর্বগতিতে হতাশ সাধারণ ক্রেতারা।  

আরও পড়ুন: গরুর খামার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন রিয়াজ উদ্দীন

ফরিদপুরে সবজির বাজার অস্থির। গেল এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সব ধরণের সবজির দাম কেজিতে বেড়েছে ২০-৩০টাকা। এখানে ঢেড়শ, বেগুন পটল, কাকরোল কেজিতে বিক্রি হচ্ছে ৮০টাকা দরে। ২৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৫০টাকা দরে।

এছাড়া প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি  হচ্ছে ২০০-২৪০টাকা দরে এবং পেয়াজ বিক্রি হচ্ছে ৮০টাকা দরে। হঠাৎ করে সবজির দর বৃদ্ধিতে  বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে চাহিদার তুলনায় বাজারে সবজি সরবরাহ কম থাকায় দাম বেশি এমন অজুহাত বিক্রেতাদের ।

নিত্যপন্যর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানালেন সংশ্লিস্টরা ।    অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক অতুল সরকার। নিত্যপন্যের দাম সহনীয় পর্যায়ে ফিরেয়ে আনতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন আশা সাধারণ ক্রেতাদের।

news24bd.tv কামরুল