বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

নেপালের কাঠমাণ্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে । এছাড়া শুক্রবার মসজিদ-মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনাসভা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলার উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়। এরপর বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে কমপক্ষে ৫০ জন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি ২৬ জন। এছাড়া ১০ বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।