ইরফান ও তার দেহরক্ষীর ১ বছর করে কারাদণ্ড

সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফানকে দুই মামলায় ৬ মাস করে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তার দেহরক্ষী জাহিদুল ইসলামকেও ৬ মাস করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে সোমবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।  

আরও পড়ুন:পুরান ঢাকা নিয়ন্ত্রণে ইরফান ব্যবহার করতেন নিষিদ্ধ ওয়্যারলেস নেটওয়ার্ক

সোমবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ও আলামতের ভিত্তিতে আমরা আমাদের অভিযান পরিচালনা করেছি। আমরা অভিযান পরিচালনা করার পর আমরা সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ’ অভিযানের সময় হাজী সেলিম বাসায় ছিলেন না বলে জানান তিনি।

news24bd.tv তৌহিদ