ব্লগার ওয়াশিকুর হত্যার রায়ের দিন পেছাল

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় রায়ের দিন পিছিয়েছে। রাষ্টপক্ষের আবেদন মঞ্জুর করে পুনরায় আসামি সাইফুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রবিউল আলমের আদালত মঙ্গলবার (২৭ অক্টোবর) রায় ঘোষণার দিন ধার্য ছিল। গত ৪ অক্টোবর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।

আরও পড়ুন: কারাগারে কোয়ারেন্টিনে হাজী সেলিমের ছেলে এরফান

এ মামলায় আসামিরা হলেন- জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান এবং সাইফুল ইসলাম ওরফে মানসুর। মামলায় মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরা পলাতক রয়েছেন।

news24bd.tv নাজিম