করোনাকালে সশস্ত্রবাহিনী দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালে সশস্ত্রবাহিনী যে সেবা দিয়েছে তা দৃষ্টান্ত স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকার নতুন ও উন্নত সমরাস্ত্র কিনে বাহিনীর আধুনিকায়ন করছে বলেও তিনি জানান।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে আটটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। শুরুতে ৭ পদাতিক ডিভিশনের তিনটি ব্রিগেড ও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সরকারপ্রধান।

আরও পড়ুন: সাত মাস পর ভারতের সাথে বানিজ্যিক ফ্লাইট চালু

এরপর প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। অনুষ্ঠানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা। পরে দেয়া বক্তব্যে সশস্ত্র বাহিনীকে দেশপ্রেম নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ কোন দেশের সঙ্গে বৈরিতা চায় না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, যে কোন প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

news24bd.tv কামরুল